Download Free BIGtheme.net
Home / খেলা / সাব্বিরের ঝড়েও পরাজয় রাজশাহীর

সাব্বিরের ঝড়েও পরাজয় রাজশাহীর

photo_3531

স্পোর্টস ডেস্ক: বিপিএলে বরিশাল বুলসের দেয়া রানের পাহাড় তাড়া করতে নেমে ব্যাটিং ঝড় তুলে সেঞ্চুরি হাঁকিয়েছেন রাজশাহী কিংসের আইকন খেলোয়াড় সাব্বির রহমান। ১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একাই খেলে যায় সাব্বির। ৯টি চার ও ৯টি ছয়ে ১২২ রান করেন সাব্বির। কিন্তু তাতেও ৪ নানে হেরে যায় রাজশাহী।

এবারের আসরে প্রথম সেঞ্চুরি করতে সাব্বির খেলেছেন মাত্র ৫৩ বল। ৮টি ছয় ও ৬টি চারে সাজানো তার শতরানের ইনিংসটি। টি২০ ক্যারিয়ারে সাব্বিরের এটি প্রথম শতক। এরআগে রাজশাহী কিংসের বিপক্ষে অধিনায়ক মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফিসের ব্যাটিং ঝড়ে ১৯৩ রানের বড় লক্ষ্য দিয়েছিল রাজশাহীকে।

মুশফিকুর রহিম অপরাজিত থেকে করেছেন ৫২ বলে ৮১ রান। তার ইনিংসটি ৫ চার ও ৪ ছক্কায় সাজানো। এবারের বিপিএলে মুশফিকের এটি দ্বিতীয় ফিফটি। অন্যদিকে শাহরিয়ার নাফিস করেন ৪৪ বলে ৬৩ রান। তার ইনিংসটি ৪টি চার ও সমান সংখ্যক ছয়ের মারে সাজানো। এর আগে প্রথম ম্যাচেও ফিফটি করেছিলেন নাফিস।

অধিনায়ক মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফিসের ব্যাটিংয়ে ওপর ভর করে ১৯২ রান করে বরিশাল বুলস।

Comments

comments