Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, আহত ১১

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, আহত ১১

bdonline24_2638

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে অন্তত আটজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ওহাইও স্টেট কর্তৃপক্ষ এক টুইট বার্তায় এ খবর দেয়।

কর্তৃপক্ষ তাদের শিক্ষার্থীদের হামলার স্থান থেকে নিরাপদ দূরত্বে লুকিয়ে থাকার পরামর্শ দিয়েছে। ক্যাম্পাস পুলিশের তরফ থেকেও টুইটারেএকই ধরনের সতর্কবার্তার কথা জানিয়ে বলেছে, শিক্ষার্থীরা যেন নিরাপদ স্থানে আশ্রয় নেয়। এবং ক্যাম্পাসের হামলার স্থান এড়িয়ে চলে।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছে, ধারণা করা হচ্ছে হামলাকারী ক্যাম্পাসের লেন এভিনিউ পার্কিং গ্যারেজের মধ্যে আছে। সূত্র : ফক্স নিউজ

Comments

comments