অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। সোমবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাত ৩টার দিকে কল্যান্দী গ্রামের প্রবাসী ফালাইন্নার বাড়ীতে ১৫/২০ জনের মুখোশ পরিহিত ডাকাত দল হানা দেয়। ডাকাতদল প্রথমে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে ফেলে। এর পর ঘরে থাকা নগদ ৪ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যেতে থাকে। এ সময় তাদের চিৎকারে আশে-পাশের শত শত লোক বের হয়ে কল্যান্দীর চকে ডাকাতদের ঘিরে ফেলে। এতে ১ ডাকাত আটক হলেও বাকীরা পালিয়ে যায়।
আটককৃত ডাকাতকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন ঘটনা নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, নিহত ডাকাতের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
অপর দিকে রাত ২টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগুয়ানদী গ্রামে সুলতানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল ওই গ্রামের সুলতানের বাড়ি থেকে নগদ ১১ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।
Comments
comments