স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলে খুলনাকে পাঁচ উইকেটে হারিয়ে এগিয়ে গেল চিটাগং ভাইকিংস। অধিনায়ক তামিম ইকবালের দায়িত্বশীল অপরাজিত ৬৬ রানের সুবাদে সহজেই খুলনার দেয়া ১৩১ রানের টার্গেট টপকে যায় দলটি। তবে ইনিংসের ৬৪ রানের মাথায় চার উইকেট হারিয়ে বসা চিটাগং বেশ ভালোই বিপদে পড়েছিল। সেই অবস্থা থেকে একাই দলকে টেনে নেন অধিনায়ক তামিম ইকবাল। দায়িত্বপূর্ণ ব্যাটিংয়ে অর্ধশতক আদায় করে নেন তিনি।
চিটাগংয়ের হয়ে তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামেন মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। তবে জ্বলে ওঠার আগেই তাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান অফস্পিনার শুভাগত হোম। ১১ বলে ১৯ রান করে ফেরেন গেইল। সপ্তম ওভারে আনামুল হক (৩) ও নবম ওভারে শোয়েব মালিক (১) রানআউটের ফাঁদে পড়েন। দলীয় ৫৪ রানে তিন উইকেট হারিয়ে বসে চিটাগং। ৬৪ রানের মাথায় প্যাভিলিয়েনে ফেরত যান জাকির হোসেন। ৯ বলে ৩ রান করে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে সাজ ঘরে ফেরেন তিনি।
দলকে এ অবস্থা থেকে জয়ের পথে ফেরাতে চেষ্টা চালান তামিম ও জহুরুল ইসলাম। দুইজন দলকে ভালোই এগিয়ে নিচ্ছিলেন। তবে কেভন কুপারের বলে ওঠা এক দুর্দান্ত ক্যাচ ধরে জহুরুলকে ফেরত পাঠান অধিনায়ক মাহমুদউল্লাহ। দলীয় ১০১ ও ব্যক্তিগত ২২ রান করে ফেরত যান জহুরুল। এরপর আফগান ক্রিকেটার মোহাম্মদ নবীকে সঙ্গী করে তামিম ইকবাল দলকে এগিয়ে নেন। দলকে ভেরান জয়ের বন্দরে।
দুটি রান আউটের বাইরে মোশাররফ হোসাইন, কেভন কুপার ও শুভাগত হোম একটি করে উইকেট নেন। এর আগে সন্ধ্যায় টস জিতে তামিম-গেইলদের ফিল্ডিংয়ে পাঠান খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তাসকিন-নবী-সাকলাইনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপের মধ্যে ছিল খুলনা। নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় আট উইকেটে ১৩১। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান আসে অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাট থেকে।
চিটাগংয়ের দুই পেসার তাসকিন আহমেদ ও ইমরান খান দু’টি করে উইকেট লাভ করেন। একটি করে নেন মোহাম্মদ নবী, শুভাশিষ রায় ও সাকলাইন সজিব। এরআগে অধিনায়ক মাহমুদউল্লাহর দুর্দান্ত বোলিংয়ে টুর্নামেন্টের প্রথম দেখায় খুলনার কাছে নাটকীয়ভাবে হেরে যায় চিটাগং।
এই জয়ের মধ্য দিয়ে খুলনার সমান ১২ পয়েন্ট নিয়েও টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে চিটাগং। আর ম্যাচ হেরে এক ধাপ নেমে খুলনার অবস্থান তৃতীয়।
Comments
comments