অনলাইন ডেস্কঃ খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মানিক চন্দ্র সাহা হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদ্বন্দ্ব দিয়েছেন আদালত। এছাড়া এ মামলা থেকে ২ জনকে খালাস দিয়েছে আদালত।
আজ বুধবার দুপুরে এ রায় ঘোষণা করা হয়।
এর আগ গত সোমবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এমএ রব হাওলাদার আলোচিত এই হত্যা ও বিস্ফোরক মামলার রায়ের দিন ধার্য করেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ১৫ জানুয়ারি মাসে খুলনা প্রেস ক্লাবের অদূরে ছোট মির্জাপুরে প্রবেশ মুখের রাস্তায় দুর্বৃত্তদের বোমা হামলায় ঘটনাস্থলে নিহত হন মানিক চন্দ্র সাহা।
Comments
comments