Download Free BIGtheme.net
Home / জাতীয় / প্রবৃদ্ধি ৭.২৫ থেকে ৭.৫ এর মধ্যে থাকবে : পরিকল্পনামন্ত্রী

প্রবৃদ্ধি ৭.২৫ থেকে ৭.৫ এর মধ্যে থাকবে : পরিকল্পনামন্ত্রী

অনলাইন ডেস্কঃ চলতি অর্থবছর (২০১৬-১৭) আসাদের জিডিপি প্রবৃদ্ধি ৭.২৫ থেকে ৭.৫ শতাংশের মধ্যে থাকবে বলে মনে করছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, বর্তমানে যে ধারা চলমান আছে তাতে লক্ষ্যমাত্রা ৭.২ শতাংশেরর বেশির চেয়ে কম হবে না।

তবে এজন্য আমাদের বিনিয়োগ বাড়াতে হবে। শেরেবাংলা নগরস্থ এনইসি অডিটোরিয়ামে আজ মঙ্গলবার মিট দ্যা প্রেস অনুষ্ঠানে মন্ত্রী এই তথ্য জানান।

এসময় পরিকল্পনা সচিব তারিক উল ইসলাম, সদস্য ড. শামসুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, জিডিপির ১ শতাংশ প্রবৃদ্ধি করতে হলে প্রয়োজন জিডিপির ৪ শতাংশ বিনিয়োগ। বিনিয়োগ ছাড়া কিছু আশা যায় না। আবার বিনিয়োগ কিছুটা কম হলেও প্রবৃদ্ধি অর্জনে মানবসম্পদ সুচককে আমাদের বাড়াতে হবে। বর্তমানে আমাদের বিনিয়োগ হার জিডিপির ৩০ শতাংশ।

Comments

comments