Download Free BIGtheme.net
Home / ব্রেকিং নিউজ / নাসিকে ভোটগ্রহণ বাহ্যিকভাবে সুষ্ঠু হয়েছে : রিজভী

নাসিকে ভোটগ্রহণ বাহ্যিকভাবে সুষ্ঠু হয়েছে : রিজভী

অনলাইন ডেস্ক: নারায়নগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ বাহ্যিকভাবে সুষ্ঠু হয়েছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একইসঙ্গে তিনি শেষ মুহূর্তে ভোটের ফলাফলের ‘ইঞ্জিনিয়ারিং’ হয় কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে নাসিক নির্বাচনে ভোটগ্রহণ শেষে সোয়া চারটায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন রিজভী।

ফলাফল ঘোষণা পরে নির্বাচনের বিষয়ে প্রতিক্রিয়া জানাবেন, এমনটা উল্লেখ করে রিজভী বলেছেন, ‘বাহ্যিকভাবে আমরা যেটি দেখেছি, সারাদিনে দুই-চারটি বিছিন্ন ঘটনা ছাড়া ভোটের সুষ্ঠ হওয়ার পরিবেশ দেখেছি। তবে পর্দার অন্তরালে কি ঘটে, সেটা আমরা এখনো জানি না। ভোট গণনার পর ফলাফল ঘোষণার ব্যাপার আছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, আবুল খায়ের বাবলু, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নেতা মাহবুবউদ্দিন খোকন, শামা ওবায়েদ, হাবিবুল ইসলাম হাবিব, ফাহিমা মুন্নী, আসাদুল করীম শাহিন, সেলিমুজ্জামান সেলিম, মুনির হোসেন প্রমূখ।

Comments

comments