Download Free BIGtheme.net
Home / অন্যান্য / নাসিক নির্বাচনে এগিয়ে আইভী

নাসিক নির্বাচনে এগিয়ে আইভী

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বেসরকারি ফল অনুযায়ী বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খানের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। ১৭৪টি কেন্দ্রের মধ্যে ১০০টির ফলাফল অনুযায়ী আইভী পেয়েছেন ১০০০৯৭ ভোট আর সাখাওয়াত হোসেন পেয়েছেন ৫৫২৭৪ ভোট।

যদিও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী কামাল প্রধান ও কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। অন্য তিন প্রার্থী হলেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান ইসমাইল (কোদাল), ইসলামী আন্দোলনের মাসুম বিল্লাহ (হাতপাখা) ও ইসলামী ঐক্যজোটের ইজহারুল হক (মিনার)।

এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে ঘিরে সংঘর্ষের শঙ্কা থাকলেও নির্বিঘ্নে ভোট গ্রহণ শেষ হয়েছে।বৃহস্পতিবার সকাল থেকে টানা ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সিটি করপোরেশনের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভয় ভীতি ছাড়াই ভোটরেরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

নির্বাচন নিয়ে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘সুষ্ঠুভাবে ভোট হয়েছে। নৌকার বিজয় নিশ্চিত।’ বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন ভোট প্রদান শেষে সাংবাদিকদের বলেন, জনগণ যে রায় দিবে সে রায়ই মেনে নেবো।’

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক বলেছেন, ‘নারায়ণগঞ্জবাসী সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছেন। কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভয় ভীতি ছাড়াই ভোটরেরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।’

Comments

comments