রায়হান ইসলাম, দূর্গাপুরঃ বাংলাদেশের সবজির শতকরা ৭০% সরবরাহ করা হয় উত্তরবঙ্গ থেকে। আর এ কারনে কাঁচা সবজির জন্য বিখ্যাত রাজশাহী। আর যে কোন ধরনের সুস্বাদু রান্নার ক্ষেত্রে পিঁয়াজের কোন জুড়ি নেই। তাই প্রতিনিয়ত বেড়েই চলেছে পিঁয়াজের চাহিদা।
আর এ ব্যাপক চাহিদাকে পুরনের লক্ষে পিঁয়াজ চাষে ব্যাস্ত হয়ে পড়েছে রাজশাহীর কৃষকরা। কেননা শীতের শুরুতে এ ফসলের চাষ শুরু হয়ে থাকে আর তা উঠতে সময় লাগে প্রায় তিন মাস। কৃষকরা “বিডি অনলাইন২৪”কে বলেন সরকার যদি সার এবং কিটনাশকের দাম একটু কমায় তাহলে আমদের ফসল করে সুবিধা হয়।
কিন্তু যে পরিমানে সার কিটনাশকের দাম তা থেকে লাভের চেয়ে লোকসান বেশি হয়। তবে সবার একটাই প্রত্যাশা পিঁয়াজ চাষে কৃষকদের আগ্রহ বাড়ানোর জন্য যেগুলো পদক্ষেপ নেওয়া দরকার সেদিকে নজর দেবে সরকার।
Comments
comments