Download Free BIGtheme.net
Home / আইন ও আদালত / অভিজ্ঞ শিক্ষক দিয়ে খাতা নিরীক্ষণ নয় কেন : হাইকোর্ট

অভিজ্ঞ শিক্ষক দিয়ে খাতা নিরীক্ষণ নয় কেন : হাইকোর্ট

অনলাইন ডেস্কঃ  যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক দিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার খাতা নিরীক্ষণ করতে কেন নির্দেশনা দেয়া হবে না- এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে খাতা দেখতে কেন প্রয়োজনীয় সময় বরাদ্দ দেয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

আজ বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

শিক্ষা সচিব, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, গত ২৩ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে পাবলিক পরীক্ষায় খাতা দেখা ও ফলাফল ত্রুটিপূর্ণ হওয়ার সংবাদ প্রকাশিত হয়। পরীক্ষার ফলাফল প্রকাশের পর পুর্নমূল্যায়নে শত শত পরীক্ষার্থী বেশি নম্বর পাচ্ছে। এদিকে ফেল করার কারণে অনেকে আত্মহত্যা করছে। পরীক্ষার খাতা দেখার জন্য প্রয়োজনীয় সময় না দেওয়ায় ফলাফলের ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটছে।

এই প্রতিবেদন সংযুক্ত করে গত ১ জানুয়ারি এইচআরপিবির পক্ষে অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী রিট দায়ের করেন।

Comments

comments