Download Free BIGtheme.net
Home / জাতীয় / অগ্নিকাণ্ডের ঘটনায় গাফিলতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অগ্নিকাণ্ডের ঘটনায় গাফিলতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গুলশান-১-এর কাঁচা ও পাকা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ডিএনসিসি মার্কেট পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অগ্নিকাণ্ডে অনেক ব্যবসায়ী খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অভিযোগ আমলে নেওয়া হয়েছে। একটি অবাধ তদন্তের মাধ্যমে কারণ জানার চেষ্টা চলছে। গাফিলতির প্রমাণ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। কী কারণে আগুন লেগেছে, কী কারণে ভবন ধসে পড়েছে তা আমরা খতিয়ে দেখছি। ’

ব্যবসায়ীদের ক্ষতিপূরণ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সাধারণত দুই ভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়। হতাহতদের এবং ক্ষয়ক্ষতির স্বীকার ব্যক্তিদের। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আর যারা আর্থিক ক্ষতির স্বীকার হয়েছেন, তাদের ক্ষতির মাত্রা নিরূপণ করে ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে। ’

এ সময় মন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতারা ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ছিলেন।

Comments

comments