অনলাইন ডেস্কঃ গাইবান্ধার-১ আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান হাবিব মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলা শহরের বাসা থেকে মাসুদকে গ্রেপ্তার করা হয়। সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র আবদুল্লাহ আল মামুন জানান, লিটন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের কথা বলে পুলিশ শুক্রবার মাসুদকে নিয়ে যায়। এরপর আর মাসুদ বাড়ি ফেরেননি। গ্রেপ্তার আহসান হাবিব মাসুদ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা।
এদিকে লিটন হত্যা মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ৬ জামায়াত-শিবির নেতাকর্মীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক মইনুল হাসান ইউসুফ শুনানী শেষে তাদের রিমান্ড- মঞ্জুর করেন।
লিটন হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতা আছে কিনা সে ব্যাপারে জিঞ্জাসাবাদের জন্য ৩৪ জনকে আটক করা হয়। শনিবার বিকালে তাদের মধ্যে ৬ জনকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আবু মোহাম্মদ আশরাফুজ্জামান।
Comments
comments