আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলে একটি বাজারে গাড়ি বোমা হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এই হামলায় ১২ জন নিহত হয়েছেন ও অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদ মান এক বিবৃতিতে জানিয়েছেন, জামিলা বাজারের প্রবেশ পথে সন্দেহজনক একটি গাড়ি দেখতে পেয়ে এক সৈন্য সেটিকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু ওই উগ্রবাদী গাড়িতে বিস্ফোরণ ঘটায়।’
জঙ্গি সংগঠন আইএস তাদের কথিত বার্তা সংস্থা আমাক এজেন্সিতে ওই হামলার দায় স্বীকার করেছে। শিয়া অধ্যুষিত সদর সিটি জেলার সবজি বাজারে ওই হামলা চালানো হয়।
উল্লেখ্য, ইরাকে আইএসের ঘাঁটি হিসেবে পরিচিত মুসল শহরে ইরাকি ও মিত্র বাহিনীর যৌথ অভিযানে পিছু হটতে বাধ্য হয় আইএসের সৈন্যরা। এরপর থেকেই দেশটির রাজধানী ও অন্যান্য শহরকে কেন্দ্র করে চোরা হামলা শুরু করে জঙ্গি সংগঠনটি।
Comments
comments