Download Free BIGtheme.net
Home / খেলা / যেভাবে কোহলিকে ছাড়িয়ে গেলেন তামিম

যেভাবে কোহলিকে ছাড়িয়ে গেলেন তামিম

স্পোর্টস ডেস্ক: জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো কর্তৃক প্রকাশিত এক তালিকায় তামিমক ইকবাল ছাড়িয়েছেন ভারতীয় এবং অধিনায়ক রানম্যাশিন ভিরাট কোহলিকে।

মূলত ২০১৬ সালের টেস্ট ক্রিকেটের গুরুত্বপূর্ণ ইনিংসগুলোর একটি তালিকা প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো। সেই তালিকার ৭ম অবস্থানে রয়েছে ইনল্যান্ডের বিপক্ষে মীরপুরে তামিম ইকবালের সেঞ্চুরিটি।

তামিমের ইনিংস সম্পর্কে ওয়েবসাইটটির মূল্যায়ন ছিলো অনেকটা এমন, ‘তার ব্যাটিং শো-অফের মতো। কাভার ড্রাইভ, পুল স্ট্রোকপ্লে দেখার মতো। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শতরান করে তিনি নিজের ক্ষমতার পরিচয় দেন। দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন।’

ক্রিকইনফোর এ তালিকায় সবার ওপরে রাখা হয়েছে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে। গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে কেপ টাউন টেস্টে ১৯৮ বলে ২৫৮ রানের ইনিংস খেলেন তিনি।

তালিকায় দ্বিতীয়স্থানে আছে দ. আফ্রিকান উইকেটরক্ষক ব্যাটসম্যান তেম্বা বাভুমা। আর তৃতীয় অবস্থানে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম।ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও প্রোটিয়া ব্যাটসম্যান জেপি ডুমিনি রয়েছেন তামিমের পেছনে।

ক্রিকইনফোর চোখে টেস্টে ২০১৬ সালের সেরা ১০ ইনিংসঃ

১. বেন স্টোকস (ইংল্যান্ড) ২৫৮ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, কেপ টাউন

৩. ব্র্যান্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) ১৪৫ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ক্রাইস্টচার্চ

৪. মিসবাহ-উল-হক (পাকিস্তান) ১১৪ প্রতিপক্ষ ইংল্যান্ড, লর্ডস

৫. ইউনিস খান (পাকিস্তান) ২১৮ প্রতিপক্ষ ইংল্যান্ড, দ্য ওভাল

৬. কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা) ১৭৬ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, পাল্লেকেলে

৭. তামিম ইকবাল (বাংলাদেশ) ১০৪ প্রতিপক্ষ ইংল্যান্ড, মিরপুর

৮. জেপি ডুমিনি (দক্ষিণ আফ্রিকা) ১৪১ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, পার্থ

৯. বিরাট কোহলি (ভারত) ২৩৫ প্রতিপক্ষ ইংল্যান্ড, মুম্বাই

১০. পিটার হ্যান্ডসকম্ব (অস্ট্রেলিয়া) ১০৫ প্রতিপক্ষ পাকিস্তান, ব্রিসবেন

Comments

comments