Download Free BIGtheme.net
Home / ব্রেকিং নিউজ / ডিএনসিসি মার্কেটের আগুন পরিকল্পিত : রিজভী

ডিএনসিসি মার্কেটের আগুন পরিকল্পিত : রিজভী

অনলাইন ডেস্ক: রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে আগুন লাগার ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মার্কেটটি আত্মসাৎ করার জন্য ডিএনসিসি মার্কেটে আগুন লাগার ঘটনা একটি পরিকল্পিত নাশকতা। সরকার এই ঘটনার সঙ্গে জড়িত বলে তিনি অভিযোগ করেন।

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, গুলশানের ডিএনসিসি মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে মার্কেটটি সম্পূর্ণরুপে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। শত শত দোকান মালিক ও ব্যবসায়ীরা তাদের কোটি কোটি টাকার ব্যবসা হারিয়ে এখন নি:স্ব হয়ে পথে বসেছেন।

বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের প্রতি আন্তরিকভাবে সহানভুতি প্রকাশ করার পাশাপাশি অবিলম্বে আগুন লাগার কারন অনুসন্ধানে বিশেষজ্ঞ দিয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ।

Comments

comments