Download Free BIGtheme.net
Home / খেলা / ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হতে পারছেন না সৌরভ গাঙ্গুলি!

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হতে পারছেন না সৌরভ গাঙ্গুলি!

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট গ্রেট সুনীল গাভাস্কার ইতিমধ্যেই কথা বলেছেন সৌরভ গাঙ্গুলির পক্ষে৷ তিনি সাবেক অধিনায়ক সৌরভকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সভাপতি পদে চান৷ কিন্তু গাভাস্কার চাইলেই তো হবে না৷ কারণ, কেউ যেমন একই পদে তিন বছরের বেশি থাকতে পারবেন না, তেমনই একটি পদে থাকার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অন্য পদ গ্রহণ করা যাবে না। ২০১৫ সালে জগমোহন ডালমিয়ার পরলোকগমনের পর পশ্চিমবঙ্গ ক্রিকেট বোর্ড সিএবি সভাপতি হন সৌরভ।

এই পদে তার মেয়াদ শেষ হয়নি। ফলে সৌরভের পক্ষে এখনই বিসিসিআই-এর পদ গ্রহণ করা সম্ভব নয়। যদিও একটি মহল থেকে সৌরভকে প্রেসিডেন্ট করার চেষ্টা করা হচ্ছে৷ লোধার নিয়মের জন্যই আটকে যাচ্ছেন সৌরভ৷ সৌরভ নিজেও বিসিসিআই-এর বদলে সিএবি নিয়েই ভাবছেন।

লোধা কমিটির সুপারিশ কার্যকর করার উদ্যোগ নিয়েছেন তিনি। বিসিসিআই সভাপতি হওয়ার সম্ভাবনা খারিজ করে দিয়ে তিনি বলেছেন, ‘আমার নাম নিয়ে আলোচনা না করাই ভাল। আমি এখনো দু বছর সিএবি সভাপতি থাকব। লোঢা কমিটির সুপারিশ অনুযায়ী একটি পদে তিন বছরের বেশি থাকা যাবে না। তাই আমার বিসিসিআই সভাপতি হওয়ার সম্ভাবনা নেই।’
সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে আপাতত বিসিসিআই সভাপতি কেউ হচ্ছে না৷

Comments

comments