অনলাইন ডেস্ক: রাজধানীর ভবনের গা ঘেঁষে বসানো হয়েছে বিদ্যুতের খুঁটি। এসব ভবনের জানালা বা বারান্দার খুব কাছ দিয়ে চলে গেছে বিদ্যুতের তার। ডিশ, টেলিফোন ও ইন্টারনেটের তার পেঁচিয়ে ভয়ঙ্কর এক জঞ্জাল অবস্থা। গত এক বছরে এ সড়কে বিদ্যুতের তার থেকে বড় কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। রাজধানীজুড়ে এমন অবস্থা। পুরান ঢাকায় এ পরিস্থিতি আরও খারাপ। এভাবে সারাদেশে খুঁটি ও তারের কারণে প্রতিবছর গড়ে শতাধিক মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে রাজধানীতে। এ অবস্থা থেকে রেহাই পেতে ঢাকার রাস্তা খুঁটি ও তারমুক্ত করতে যাচ্ছে সরকার। ভূগর্ভস্থ বৈদ্যুতিক লাইনের মাধ্যমে ঢাকাবাসীর ঘরে ঘরে বিদ্যুৎ পেঁৗছে দেওয়া হবে।
এরই মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়নে ২০ হাজার কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও কয়েকটি প্রকল্প নেওয়া হচ্ছে। এতে ব্যয় হবে লক্ষাধিক কোটি টাকা। সরকার আশা করছে, ২০২৫ সালের মধ্যে রাজধানীর সব এলাকার বিদ্যুতের তার চলে যাবে মাটির নিচে। বিদ্যুতের কোনো খাম্বা থাকবে না। বাড়ির আনাচে-কানাচে বা ফুটপাতের মাথার ওপরে ঝুলবে না কোনো তার। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতের সংখ্যা অনেক কমে যাবে বলে মনে করা হচ্ছে। উন্নত বিশ্বেও বড় বড় শহরে বৈদ্যুতিক তার সব মাটির নিচ দিয়ে রয়েছে। প্রসঙ্গত, রাজধানীর কিছু কিছু এলাকায় বর্তমানে মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক লাইন রয়েছে।
‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ এবং শক্তিশালীকরণ’ শীর্ষক একটি প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে ভূগর্ভস্থ কেবল নেটওয়ার্ক তৈরি করে রাজধানীর একটি বড় অংশের বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ জন্য মাটির নিচে এক হাজার ৫০০ কিলোমিটার বিদ্যুৎ বিতরণ লাইন নির্মাণ করার নকশা তৈরি করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। রাজধানীজুড়ে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সরবরাহের নেটওয়ার্ক গড়তে আরও কয়েকটি বড় প্রকল্পে নিচ্ছে ডিপিডিসি ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড। চলতি অর্থবছরেই এসব প্রকল্পের অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।
বর্তমানে ডেসকো গুলশান, বনানী ও মিরপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে। এসব এলাকায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইন রয়েছে সাড়ে চারশ’ কিলোমিটার। এর মধ্যে ৩৩৮ কিলোমিটার মাটির নিচে ও ১০৮ কিলোমিটার মাটির ওপরে। এ ছাড়া ভূগর্ভস্থ ১১ কেভি লাইন রয়েছে প্রায় পাঁচশ’ কিলোমিটার। ডিপিডিসি রাজধানীর বাকি এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে থাকে। এ এলাকায় উলন থেকে ধানমণ্ডি পরীবাগ পর্যন্ত ১৩২/৩৩ কেভি একটি বৈদ্যুতিক লাইন রয়েছে মাটির নিচে। এ ছাড়া মাটির নিচে বিদ্যুৎ সরবরাহের নেটওয়ার্ক নেই। বর্তমানে প্রতিষ্ঠানটির রাজধানীতে ১৩২ কেভি লাইন রয়েছে ২২৮ কিলোমিটার এবং ৩৩ কেভি ৩৬৮ কিলোমিটার। এসব লাইন মাটিন নিচে নিয়ে যাওয়া হবে।
জানা গেছে, মাটির নিচ দিয়ে ৪০০ কেভি পর্যন্ত বিদ্যুৎ লাইনের নেটওয়ার্ক স্থাপন করা সম্ভব। জাপানের এক-চতুর্থাংশ বিদ্যুৎ সরবরাহ করা হয় ভূগর্ভস্থ নেটওয়ার্কের মাধ্যমে। ইউরোপের অধিকাংশ দেশের শহরগুলোতে ভূগর্ভস্থ নেটওয়ার্ক দিয়ে বাসাবাড়িতে সংযোগ দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতে আগরতলা শহরে প্রায় ৭৭ কিলোমিটার বৈদ্যুতিক লাইন মাটির নিচ দিয়ে করা হয়েছে।
জানতে চাইলে ডিপিডিসি চিফ কোঅর্ডিনেটর কামরুল আজম বলেন, ডিপিডিসির আওতায় খাম্বা ও তার রাস্তার ওপর দিয়ে যাতে না ঝোলে, তার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধানমণ্ডি ও মোহাম্মদপুরের খাম্বা সরিয়ে মাটির তলদেশ দিয়ে কেবল লাইন নেওয়া হবে। অবশিষ্ট এলাকার জন্য আরেকটি প্রকল্প অনুমোদন পর্যায়ে রয়েছে।
বিদ্যুৎ বিভাগের পরিকল্পনা উইংয়ের প্রধান আবদুল আহাদ বলেন, রাজধানীর বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা পুরোপুরি খাম্বামুক্ত করার পরিকল্পনা সরকারের। এরই মধ্যে একটি বড় প্রকল্প অনুমোদন দিয়েছে পরিকল্পনা কমিশন, যা দিয়ে রাজধানীর একটি বড় অংশে মাটির নিচ দিয়ে বিদ্যুতের লাইন নিয়ে যাওয়া সম্ভব হবে। পাইপলাইনে আরও কয়েকটি প্রকল্প রয়েছে। অর্থায়ন এবং অন্যান্য বিষয়ে আলোচনা চলছে।
রাজধানীর অভিজাত এলাকায় খাম্বা ও তারমুক্ত করার কাজ করছে সরকারের আরেকটি সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড। এরই মধ্যে গুলশান ও বনানীতে ভূগর্ভস্থ নেটওয়ার্ক তৈরি করেছে সংস্থাটি। পূর্বাচলেও মাটির নিচে বিদ্যুতের লাইন নির্মাণের কাজ চলছে। উত্তরা ও বারিধারা অংশের জন্যও প্রকল্প অনুমোদনের পর্যায়ে রয়েছে।
Comments
comments