জেলা প্রতিনিধি: হেঁটে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনে গেলেন নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সোমবার সকাল সাড়ে ১০টায় মেয়র তার দেওভোগের বাসভবন থেকে বের হয়ে বেলা ১১টা ১০ মিনিটে নগর ভবনে পৌঁছান।
এ সময় নগর ভবনের গেটে অপেক্ষারত ৩৬ জন কাউন্সিলরসহ নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের আগে গতবারের মেয়রের দায়িত্ব ছেড়ে দেয়ার পর নগর ভবন থেকে হেঁটে বের হয়ে আসেন আইভী।
মেয়র আইভী বলেন, আমি নারায়ণগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞ। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। কারণ তিনি জনতার কথা বুঝেই আমাকে নৌকা প্রতীক তুলে দিয়েছিলেন। নারায়ণগঞ্জবাসী সেই নৌকায় ভোট দিয়ে আমাকে এবার নির্বাচিত করেছে।
তিনি আরো বলেন, এ নগর ভবন হবে সার্বজনীন। দল-মতের ঊর্ধ্বে আমি সবার সেবা করবো। কারণ আমাকে দল-মত নির্বিশেষে সবাই ভোট দিয়েছেন। আমি ও আমার বাবা আলী আহমদ চুনকা নারায়ণগঞ্জবাসীর সেবা করেছি। কখনও বেঈমানি করিনি। আগামীতেও বেঈমানি করবো না। বাসা থেকে নগর ভবনে যাওয়ার সময় পুরো রাস্তার দুই পাশে কয়েক হাজার মানুষ ফুল ছিটিয়ে তাকে শুভেচ্ছা জানায়।
Comments
comments