অনলাইন ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপল্লীতে হামলার ঘটনায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা মো. সুরুজ আলীর ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম রিমান্ড মঞ্জুর করেন।
ব্রাহ্মণবাড়িয়ার কোর্ট ইন্সপেক্টর মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সুরুজ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার ৭ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে তোলা হয়। তবে ওই দিন রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়নি।
মঙ্গলবার দুপুরে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রাম থেকে সুরুজ আলীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
উল্লেখ্য, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গত বছরের ৩০ অক্টোবর নাসিরনগরে হিন্দুপল্লীতে হামলার ঘটনা ঘটে। হামলার সাথে প্রাথমিক সম্পৃক্ততা থাকার অভিযোগে চাপাইর তলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুরুজ আলীকে সাময়িক বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ।
Comments
comments