Download Free BIGtheme.net
Home / তথ্যপ্রযুক্তি / নতুন আইফোনে আমূল পরিবর্তন আনছে অ্যাপল

নতুন আইফোনে আমূল পরিবর্তন আনছে অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ২০১৭ সালে একেবারে নতুন ডিজাইনের আইফোন আনতে যাচ্ছে অ্যাপল। প্রযুক্তি দুনিয়ায় এ নিয়ে চলছে নানামাত্রিক গুঞ্জন। প্রকাশিত হয়েছে কিছু ছবিও। দাবি করা হচ্ছে, প্রকাশিত ছবিগুলো আইফোন এইটের।

আইফোন ফোরের পর আইফোন ফাইভ পর্যন্ত ডিজাইনের ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন আনেনি অ্যাপল। আইফোন সিক্সে এসে কিছু পরিবর্তন এসেছে। কিন্তু আইফোন সেভেনে দৃশ্যমান তেমন পরিবর্তন নেই।

এবার আর আগের ডিজাইন আনবে না অ্যাপল। আমূল বদলে ফেলা হবে আইফোন। ধারণা করা হচ্ছে, এবারের আইফোনে থাকবে স্ক্রিনের ডান ও বাঁ দিকে বাঁকানো গ্লাস। মেটাল বডির বদলে ব্যবহার করা হতে পারে অত্যন্ত শক্ত কাঁচের কাঠামো।

এ ছাড়া ক্যামেরা, প্রসেসর এবং মেমোরি পদ্ধতিও আসতে পারে গুরুত্বপূর্ণ সব পরিবর্তন। যা নির্ধারণ করে দিতে পারে স্মার্টফোনের নতুন মান।

নতুন আইফোন নিয়ে যে গুঞ্জনটি বেশ গ্রহণযোগ্যতা পাচ্ছে, তা প্রকাশ পেয়েছে অ্যাপলের পণ্য বানিয়ে দেয় এমন একটি প্রতিষ্ঠান থেকে। ধারণা করা হচ্ছে, ওই প্রতিষ্ঠানে চাকরি করেন, এমন কেউই নতুন আইফোনের ছবি নিয়ে তা ফাঁস করে দিয়েছেন।

Comments

comments