Download Free BIGtheme.net
Home / খেলা / বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপাক্ষীক সিরিজ ৭ মার্চ থেকে

বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপাক্ষীক সিরিজ ৭ মার্চ থেকে

স্পোর্টস ডেস্কঃ ফেব্রুয়ারিতে ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত একমাত্র টেস্ট খেলার পরপরই দ্বিপাক্ষী সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর যাবে বাংলাদেশ দল। আসন্ন এ সিরিজে দুটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।

আনুষ্ঠানিকভাবে এখনও সফরসূচি চূড়ান্ত না হলেও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। শ্রীলঙ্কায় প্রকাশিত হওয়া একটি পত্রিকা জানিয়েছে, বিসিবির কাছে লঙ্কান বোর্ড একটি খসড়া সূচি পাঠিয়েছে। বিসিবি থেকে সূচিতে সবুজসংকেত দেওয়া হয়েছে।

সূচি অনুযায়ী ৭ মার্চ টেস্ট সিরিজ দিয়ে দুই দলের লড়াই শুরু হবে। এরপর হবে ওয়ানডে সিরিজ। সবশেষ হবে টি-টোয়েন্টি সিরিজ। ২০১৩ সালে সবশেষ শ্রীলঙ্কা সফর করেছিল বাংলাদেশ। গলে অনুষ্ঠিত টেস্টে বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম হাঁকিয়েছিলেন ডাবল সেঞ্চুরি।

বাংলাদেশ প্রথমবারের মতো শ্রীলঙ্কায় টেস্ট ম্যাচ ড্র করেছিল। পাশাপাশি ওয়ানডে ম্যাচও জিতেছিল মুশফিকুর রহিমের দল। সিরিজ ড্র করেছিল ১-১ ব্যবধানে।

Comments

comments