Download Free BIGtheme.net
Home / আইন ও আদালত / শ্যামল কান্তির বিরুদ্ধে জিডি নিষ্পত্তিতে হাইকোর্টের নির্দেশ

শ্যামল কান্তির বিরুদ্ধে জিডি নিষ্পত্তিতে হাইকোর্টের নির্দেশ

অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় পুলিশের করা সাধারণ ডায়েরি (জিডি) আইন অনুযায়ী নিষ্পত্তির জন্য ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে (সিজেএম) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অবিলম্বে জিডি-সংক্রান্ত নথি ঢাকায় পাঠাতে বলা হয়েছে।

রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের ডিভিশন বেঞ্চ সুয়োমুটো রুল নিষ্পত্তি করে এ আদেশ দেন।

সকালে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপনের পর এ আদেশ দেয়া হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু ওই প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনের ওপর যুক্তি উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী এমকে রহমান।

প্রসঙ্গত, গত বছরের ১৩ মে শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠবস করানোর ঘটনা ঘটে। ওইদিনই নারায়ণগঞ্জের বন্দর থানায় একটি জিডি করেন এসআই মোখলেসুর রহমান।

প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ওই ঘটনায় সারাদেশে নিন্দার ঝড় ওঠে।

Comments

comments