Download Free BIGtheme.net
Home / জাতীয় / সংসদের চতুর্দশ অধিবেশন ৯ মার্চ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত

সংসদের চতুর্দশ অধিবেশন ৯ মার্চ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত

অনলাইন ডেস্কঃ দশম জাতীয় সংসদের ১৪তম এবং ২০১৭ সালের প্রথম অধিবেশন শুরু হয়েছে।

রোববার বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শীতকালীন এ অধিবেশন শুরু হয়।

এর আগে, বিকেল ৩টায় স্পিকারের সভাপতিত্বে ‘কার্য উপদেষ্টা কমিটি’র চতুর্দশ বৈঠকে চলতি অধিবেশন ৯ মার্চ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কমিটির সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় অংশগ্রহণ করেন।

সভায় প্রতিদিন বিকাল সাড়ে চারটায় অধিবেশন শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন।

সভায় অন্যদের মধ্যে সংসদের রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেন গুপ্ত, মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক অংশ গ্রহণ করেন।

জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বাসস

Comments

comments