আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে আল শাবাবের হামলায় ১৩ জন নিহত হয়েছেন। বুধবার প্রথমে হোটেলটির সামনে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়।
এরপরেই জঙ্গিরা এলোপাতাড়ি গুলি চালাতে চালাতে হোটেলে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়। গুলিতে জখম হয়েছেন আরও অনেকে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এক পুলিশ কর্মকর্তা জানান, নিহতদের অধিকাংশই বেসামরিক লোক ও নিরাপত্তা রক্ষী। তিনি জানান, হামলাকারী দুই বন্দুকধারীকে হত্যা করা হয়েছে।
২০১৫ সালেও মোগাদিসু শহরের একই রকম হামলা চালায় আল শাবাব। সেই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছিল। আল শাবাব জঙ্গিরা ইসলামিক স্টেটের হয়েই আফ্রিকার মাটিতে নাশকতা চালায়।
Comments
comments