Download Free BIGtheme.net
Home / জাতীয় / ‘জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.২ শতাংশ’

‘জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.২ শতাংশ’

অনলাইন ডেস্কঃ চলতি বছর শেষে জিডিপি(মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি ৭.২ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ”এক সময় আমাদের দেশককে তলাবিহীন ঝুড়ি বলা হতো, আর এখন অর্থনীতিতে আমরা রোল মডেল। ”

বৃহস্পতিবার হোটেলে সোনারগাঁওয়ে এশিয়া প্যাসিফিক বিজনেস ফোরাম কর্তৃক আয়োজিত ‘রিজিওনাল ইন্টিগ্রেশন টু এচিভ সাসটেইনেবল ডেভলপমেন্ট’ শীর্ষক এক সেমিনারে তিনি একথা জানান।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, শিল্প ও টেকনোলজিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এসডিজি বাস্তবায়ন সম্ভব কিনা তা নিয়ে এখন আর কোনো সংশয় নেই। আমরা নিশ্চিত এসডিজি বাস্তবায়ন করতে পারবো।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট (অপারেশন) ওয়েন চাই ঝাং, ইএনসিটিএডি এর সেক্রেটারি জেনারেল মুখিসা কিটুয়ি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গহর রিজভী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. মির্জা মো. আজিজুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি এর প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ।

Comments

comments