Download Free BIGtheme.net
Home / খেলা / সুয়ারেজের ”লাল” কার্ডের বিরুদ্ধে আপিল করবে বার্সা

সুয়ারেজের ”লাল” কার্ডের বিরুদ্ধে আপিল করবে বার্সা

স্পোর্টস ডেস্ক: কোপা দেল’রের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে নিজের ভালো ও মন্দ দুটি দিকই দেখিয়েছিলেন বার্সেলোনা তারকা লুইস ‍সুয়ারেজ। ক্যাম্প ন্যুতে হলুদ কার্ডের ফলে তার ফাইনালে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

অ্যাটলেটিকোর বিপক্ষে ফিরতি লেগে ১-১ ব্যবধানের ম্যাচে জোড়া হলুদ দেখে মাঠ ছাড়তে হয়েছে সুযারেজকে। তবে ম্যাচের ৯০ মিনিটে কনুই দিয়ে আঘাতের ফলে পাওয়া সুয়ারেজের দ্বিতীয় হলুদ কার্ড নিয়ে আপিল করবে বার্সা। আর এই আবেদন কার্যকর হলে আলাভেজের বিপক্ষে কোপা দেল’রের ফাইনালে খেলতে পারবে উরুগুয়াইন সুপারস্টার সুয়ারেজ।

স্প্যানিশ গণমাধ্যম ‘দিয়ারি আরা’ জানিয়েছে, বার্সা কর্তৃপক্ষ শুরুতে কোপা দেল’রের প্রতিয়োগিতা কমিটির কাছে আপিল করবে। তারা না মানলে স্প্যানিশ কোর্ট অব অরবিটেশনের স্মরণাপন্ন হবে ।

স্প্যানিশ লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগ শিরোপাকে নজরে রেখেছে বার্সেলোনা। কোপার ফাইনালে জিতে এবার আরও একটি ট্রেবল জয়ের চেষ্টায় থাকবে কাতালানরা।

Comments

comments