Download Free BIGtheme.net
Home / তথ্যপ্রযুক্তি / আবহাওয়া পূর্বাভাস জানাবে ফেসবুক

আবহাওয়া পূর্বাভাস জানাবে ফেসবুক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: মোবাইল অ্যাপ ও ডেস্কটপ থেকে আবহাওয়ার পূর্বাভাস জানাতে ফেসবুক সম্প্রতি নতুন একটি ফিচার চালু করেছে। ওয়েদার সেকশন নামের নতুন এই অ্যাপটি পুরো এক সপ্তাহের আবহাওয়া পূর্বাভাস জানাবে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, ‘ওয়েদার সেকশন’ অ্যাপটি মূলত ‘ওয়েদার গ্রিটিংস’ এর নতুন একটি সংস্করণ যাতে ওয়েদার ডটকমের তথ্য ব্যবহার করা হয়েছে। নতুন এই ফিচারটি বিশ্বের প্রায় ৯৫ শতাংশ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে।

ফেসবুকের এক মুখপাত্র জানান, মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত বিষয়গুলোকে একত্রিত করতেই ফেসবুকের সকল প্রচেষ্টা। আর এই ফিচারটির ক্ষেত্রেও সে চেষ্টাই করা হয়েছে।

প্রায় একবছর আগে ফেসবুকে ওয়েদার গ্রিটিংস নামে একটি ফিচার চালু করা হয় যার মাধ্যমে নিউজ ফিডের ওপরে আবহাওয়ার সংক্ষিপ্ত তথ্য দেয়া থাকতো। এবার ওয়েদার সেকশন ফিচারটি চালু করায় আবহাওয়ার সংক্ষিপ্ত তথ্যের পাশাপাশি একটি লিঙ্ক যুক্ত থাকবে। এই লিংকে ভিজিট করলেই আবহাওয়ার বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

Comments

comments