অনলাইন ডেস্কঃ রাজধানীতে চলছে বাংলাদেশ মাংস বিক্রেতা সমিতি ছয় দিনের ধর্মঘট।
আজ সোমবার থেকে চার দফা দাবিতে আগামী শনিবার পর্যন্ত মাংস বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে মাংস বিক্রেতা সমিতি। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ ঘোষণা দেন সমিতির নেতারা।
মানববন্ধনে সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, মাংস বিক্রেতাদের কাছ থেকে ইজারাদারদের অতিরিক্ত টাকা আদায় বন্ধ, গরু আনার সময় পথে পথে চাঁদাবাজি বন্ধ করাসহ চার দফা দাবিতে তাঁরা এ ধর্মঘট ডেকেছেন। এসব দাবি না মানা হলে তাঁরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেবেন।
Comments
comments