Download Free BIGtheme.net
Home / জেলার খবর / মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ২২ মামলার আসামি নিহত

মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ২২ মামলার আসামি নিহত

জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জ সদরের বৈখর এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত এলাকার শীর্ষ সন্ত্রাসী শাহজালাল মিজি নিহত হয়েছেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে অস্ত্র ও খুনসহ ২২টি মামলা রয়েছে।

আজ সোমবার ভোররাত ৪টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে।

জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, রোববার বিকালে মিজিকে মুন্সীগঞ্জ শহর থেকে গ্রেপ্তার করা হয়। রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে যায় পুলিশ। এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা মিজিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে পুলিশের বন্দুকযদ্ধে হয়। এতে মিজির মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও দুটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

Comments

comments