Download Free BIGtheme.net
Home / জেলার খবর / রাজশাহীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

রাজশাহীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

জেলা প্রতিনিধি : রাজশাহীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি ডাকাত দলের সদস্য বলে দাবি করছে র‌্যাব। তার নাম কাওছার হোসেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের তিয়ারাপাড়া এলাকায়।

মহানগরের মতিহার থানার বুধপাড়া এলাকায় শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‍্যাব–৫–এর এএসপি (অপারেশন) রমজান আলী জানান, রাতে ওই এলাকা দিয়ে র‍্যাবের টহল দল যাচ্ছিল। এ সময় ‘ডাকাতেরা’ র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে আহত হন কাওছার। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক কাওছারকে মৃত ঘোষণা করেন।

পরে কাওছারের কাছ থেকে একটি পিস্তল, চারটি গুলি, ম্যাগাজিনসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে রমজান আলী জানান।

Comments

comments