আমি এসেছিলাম
বৃষ্টির অভাবে উন্মাদ গ্রামবাসী যখন
একাগ্র চিত্তে আমার নাম ধরে ডেকে ছিল;
যখন আমি বহুদূর হতে ঝলকানো আলো হয়ে
নেমে এসেছিলাম মর্তে; রাতের কালো আঁধার
দু’হাতে ভেদ করে এসেছিলাম
তোমার আদিম নৃত্য দেখতে; গভীর সঙ্গমে
ভূষিত হয়েছিলাম দু’জনে।
সেদিন তোমারই শরীরে ফোঁটা ফোঁটা
বৃষ্টি হয়ে ঝরে ছিলাম।
চুমু
সেই চুমুটাই সেরা চুমু
যেটা তুমি নাওনি,
সেই চুমুটাই সেরা চুমু,
যেটা খেতে দাওনি।
সেই চুমুটাই সেরা চুমু
যেটা চেয়ে পাওনি,
সেই চুমুটাই সেরা চুমু
খেতে যেয়ে খাওনি।
Comments
comments