অনলাইন ডেস্ক: সাভারের পক্ষাঘাত গ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) প্রায় আড়াই মাস চিকিৎসা নেওয়ার পরে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন সিলেটে ছাত্রলীগ নেতার হামলার শিকার খাদিজা বেগম নার্গিস। শুক্রবার সিলেটে নিজ বাড়িতে ফিরে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে সিআরপির উদ্যোগে রেডওয়ে হলে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে এ কথা জানান খাদিজা আক্তার নার্গিস।
খাদিজা বলেন, এখন আমি পুরোপুরি সুস্থ। আমি আবারো পড়াশুনা করতে চাই। আগামীকাল শুক্রবার সিআরপি থেকে সিলেটে যাচ্ছি। এসময় খাদিজা ছাত্রলীগ নেতা বদরুলের বিচার দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খাদিজার চিকিৎসক সিআরপির হেড অফ মেডিকেল সার্ভিস অ্যান্ড কনসালটেন্ট নিউরোসার্জেন বিশেষজ্ঞ ডা. সাঈদ উদ্দিন হেলালসহ উধর্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৮ নভেম্বর স্কয়ার হাসপাতাল থেকে খাদিজাকে চিকিৎসার জন্য সাভারের সিআরপিতে ভর্তি করা হয়।
Comments
comments