Download Free BIGtheme.net
Home / জাতীয় / ‘ফটোসাংবাদিকরা ছবির মাধ্যমে বিষয়ের গুরুত্ব বাড়িয়ে তোলেন’

‘ফটোসাংবাদিকরা ছবির মাধ্যমে বিষয়ের গুরুত্ব বাড়িয়ে তোলেন’

অনলাইন ডেস্ক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ফটোসাংবাদিকরা ছবির মাধ্যমে বিষয়ের গুরুত্ব বাড়িয়ে তোলেন। পত্র-পত্রিকায় তাদের তোলা ছবি দেখলে সংশ্লিষ্ট বিষয়টি উপলব্ধি করা যায়।

তিনি বলেন, একটা ছবি নির্ভুলভাবে কথা বলতে পারে। সে ছবির ভাষার মতো আমরা অনেক সময় তা বলতে পারিনা। অর্থমন্ত্রী আজ সকাল দশটায় জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি ২০১৭-১৮ এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আব্দুল মোমেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি একে মহসিন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আজিজ আহমদ সেলিম।

অনুষ্ঠান চলাকালে অর্থমন্ত্রী বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রকাশনা ‘ল্যান্স’ এর মোড়ক উন্মোচন করেন। পরে সংগঠনের পক্ষ থেকে কমিটির সভাপতি ও সেক্রেটারি অর্থমন্ত্রীর হাতে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

Comments

comments