তথ্যপ্রযুক্তি ডেস্ক: ইন্টারনেট ড্রোন প্রকল্প টাইটানের ইতি টানল গুগল। তিন বছর আগে অধিগ্রহণ করা ব্যবসাটি বন্ধের সংবাদ নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। গ্রামাঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে এই ড্রোন প্রকল্প চালু করা হয়েছিল। গুগলের বেলুন দিয়ে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার ‘লুন প্রকল্পে’র সঙ্গে একযোগে কাজ করার জন্যই এই টাইটান প্রকল্পটি চালু করা হয়েছিল।
সোলার শক্তিচালিত যানটি প্রযুক্তিগত এবং আর্থিক সমস্যায় পড়েছিল। ব্লগ ৯টু৫ গুগলে বুধবার প্রতিষ্ঠানটি জানায়, ২০১৬ সালের শুরুতেই আসলে টাইটান প্রকল্প বন্ধ হয়ে গিয়েছিল। টাইটান প্রকল্প পরিচালনাকারী গুগলের এক্স বিভাগ এক বিবৃতিতে বন্ধের তথ্য নিশ্চিত করে। বিবৃতিতে বলা হয়, ‘২০১৫ সালের শেষের দিকে এক্স বিভাগের অধীনে টাইটান প্রকল্প নিয়ে আসা হয়। এরিয়াল যানের মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়ার পরীক্ষা-নিরীক্ষায় আমরা ইতি টেনেছি। গ্রামাঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে টাইটানের থেকে ‘লুন প্রকল্প’ অনেক বেশি সম্ভাবনাময়।
গুগল ২০১৪ সালে টাইটান অ্যারোস্পেস অধিগ্রহণ করে। অধিগ্রহণের প্রথম দিকে টাইটান নিয়ে গুগল আশাবাদী ছিল। বায়ুমণ্ডলের স্যাটেলাইট ব্যবস্থার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে খুব সহজেই ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া যাবে বলে ভেবেছিল গুগল। কিন্তু ২০১৫ সালে টাইটান প্রকল্প পরীক্ষা-নিরীক্ষা করার সময় গুগল প্রযুক্তিগত ও আর্থিক সমস্যায় পড়ে। তা ছাড়া ২০১৫ সালের মাঝামাঝিতে টাইটান উড্ডয়নের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের এক মরুভূমিতে যান্ত্রিক গোলযোগের কারণে বিধ্বস্ত হয়। তবে টাইটান প্রকল্পের সঙ্গে জড়িত কর্মীদের প্রকল্প লুন এবং উইংয়ের অধীনে আবারও নিয়োগ দেওয়া হয়েছে। সূত্র: বিবিসি
Comments
comments