অনলাইন ডেস্কঃ পরিবহন ধর্মঘটে বাস শূন্য হয়ে পড়েছে রাজধানী। বুধবার (০১ মার্চ) সকাল থেকে নগরীর কোনো রাস্তায় পাবলিক পরিবহন দেখা মিলছে না। এতে দুর্ভোগে পড়েছেন অফিসাগামী সাধারণ মানুষসহ এসএসসি পরীক্ষার্থীরা।
রাজধানীর কল্যাণপুর, শ্যামলী, মহাখালী ঘুরে দেখা গেছে শত শত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে যানবাহনের জন্য। রাজধানীতে কোন বাস চলছে না তাই চরম দুর্ভোগের কথা জানাচ্ছেন অফিসগামী সাধারণ মানুষ ও পরীক্ষার্থীরা।
বাসচালক জামির হোসেন ও এবং সাভারে ট্রাকচাপা দিয়ে নারীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া ট্রাকচালক মীর হোসেনের মুক্তি না পাওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম।
Comments
comments