অনলাইন ডেস্ক: ভারত মহাসাগরীয় আঞ্চলিক জোট (আইওআরএ) এর শীর্ষ নেতাদের বৈঠক ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাতে যোগ দিয়েছেন। স্থানীয় সময় সকাল ৮টায় শীর্ষ নেতারা সম্মেলনস্থলে হাজির হন।
ইন্দোনেশীয় প্রেসিডেন্ট জোকোরি দো দো তাদের স্বাগত জানান। পরে ফটোসেশনে অংশ নেন নেতারা।
সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে সমবেত হন আইওআরএ শীর্ষ নেতারা। এ সময় প্রত্যেক নেতার হাতে তুলে দেয়া হয় তিফা নামের বিশেষ এক তবলা। তাতে তাল ঠুকে নেতারা একযোগে উদ্বোধন করেন এই শীর্ষ সম্মেলন। এরআগে ছোট্ট ছোট্ট শিশুরা বিশেষ নাচ দেখায়।
সম্মেলনে কাউন্সিল অব মিনিস্টার এবং আইওআরএ বিজনেস সামিটের রিপোর্ট উপস্থাপন করা হবে। এরপর শুরু হবে সাধারণ বিতর্ক। এই বিতর্ক অধিবেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালের অধিবেশনেই তার বক্তব্য রাখার কথা রয়েছে।
Comments
comments