Download Free BIGtheme.net
Home / আইন ও আদালত / এমপি লিটন হত্যায় কাদের খানের স্বীকারোক্তি

এমপি লিটন হত্যায় কাদের খানের স্বীকারোক্তি

অনলাইন ডেস্কঃ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেপ্তার জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ডা. কর্নেল (অব.) আবদুল কাদের খান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শনিবার রাত সাড়ে ৭টার দিকে ওই আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নুল আবেদিন তার জবাববন্দি গ্রহণ করেন।

সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, এর আগে গত ২১ ফেব্রুয়ারি পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে গত ২২ ফেব্রুয়ারি থেকে ১০ দিনের পুলিশ রিমান্ডে থাকা কাদের খান পুলিশের কাছে ১৬১ ধারায় এমপি লিটন হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে তার পরিকল্পনা, প্রশিক্ষণ ও বাস্তবায়ন সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন।

তিনি আরো জানান, গত বুধবার দিবাগত রাত ১টার দিকে কাদের খাঁনের সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম ছাপরহাটি (খাঁনবাড়ী) গ্রামের বাড়ি উঠানে মাটি খুড়ে ৬ রাউন্ড গুলিভর্তি ম্যাগজিনসহ একটি পিস্তুল ও একটি ফাকা ম্যাগজিন উদ্ধার ঘটনায় শনিবার থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ার আগে তদন্ত-সংশ্লিষ্টরা মোবাইল ট্র্যাকিংয়ে তার কণ্ঠ শোনালে তিনি হতভম্ব হয়ে যান। পরে তিনি খুনের ঘটনা সম্পর্কে তার পরিকল্পনা, প্রশিক্ষণ ও বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত বিবরণ দিতে সম্মত হন বলে সূত্র নিশ্চিত করেছে। এর বাইরে সুন্দরগঞ্জে মন্দিরে প্রতিমা ভাঙচুরের বিষয়েও তার সম্পৃক্ততার তথ্য পেয়েছেন গোয়েন্দারা। খুনের ঘটনাটি অন্যদিকে প্রবাহিত করার একটি কৌশল ছিল তার।

২১ ফেব্রুয়ারি বিকালে বগুড়া জেলা শহরের কাদের খানের গরীব শাহ ক্লিনিক থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ২২ ফেব্রুয়ারি তার ১০ দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত। রিমান্ডের চতুর্থ দিনে লিটন হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে আদালতে জবানবন্দি দিলেন কাদের খান।

Comments

comments