আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় একটি গাড়ি বোমা হামলার ঘটনায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছে। আল বাব শহরের কাছাকাছি বিদ্রোহী অধ্যুষিত একটি গ্রামে ওই হামলা চালানো হয়েছে। খবর বিবিসির।
শুক্রবারের (২৪ ফেব্রুয়ারি) এই হামলায় নিহতদের মধ্যে ৩৫ জন বেসামরিক ও ছয় জন বিদ্রোহী বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
আল বাবের উত্তর-পশ্চিমে সৌসিয়ান গ্রামে হামলার ঘটনা ঘটে। এতে আরো বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয়সূত্রে জানা গেছে।
তুর্কি সেনা বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, ওই শহরের পুরো নিয়ন্ত্রণ নেয়ার খুব কাছেই রয়েছে বিদ্রোহীরা।
বৃহস্পতিবার তুর্কি-সমর্থিত বিদ্রোহীরা আল বাব থেকে আইএস জঙ্গিদের বিতাড়িত করে। উত্তর-পশ্চিম সিরিয়ায় আইএসের শেষ উল্লেখযোগ্য শক্তিকেন্দ্র ছিল আল বাব।
কয়েক সপ্তাহের তীব্র লড়াইয়ের পর নিকটবর্তী ছোট শহর কাবাসিন ও আল বাজেহ থেকেও আইএস জঙ্গিদের হটিয়ে দেয় তুর্কি-সমর্থিত বিদ্রোহীরা।
Comments
comments