Download Free BIGtheme.net
Home / জাতীয় / গ্যাসের পর এবার বাড়ছে বিদ্যুতের দাম

গ্যাসের পর এবার বাড়ছে বিদ্যুতের দাম

অনলাইন ডেস্ক: গ্যাসের পর এবার বিদ্যুতের দাম বাড়ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি  প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এরই মধ্যে এনার্জি রেগুলেটরি কমিশনকে এ বিষয়ে প্রস্তাব দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে কী হারে দাম বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে, সেটি বলেননি তিনি।

আজ শুক্রবার ঢাকায় শিশু একাডেমীতে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ‌্যুৎ খাতে গ‌্যাসের প্রাইসটা বৃদ্ধি পেয়েছে। বিদ‌্যুতের দামও আমরা অ‌্যাডজাস্ট করতে চাই।

মাত্র আট মাস আগে দাম বাড়ানোর পর আবারও বিদ্যুতের দাম বৃদ্ধি হলে উৎপাদন খাত ও ব্যবসায় এর বিরূপ প্রভাব পড়বে বলে জানাচ্ছেন শিল্প-কারখানার মালিকরা।

উল্লেখ্য, গত পাঁচ বছরে মোট ছয়বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এতে বিদ্যুতের দাম যেখানে ছিলো দাম আড়াই টাকা প্রতি ইউনিট, সেটি এখন বাড়তে বাড়তে প্রায় ছয় টাকায় গিয়ে পৌছেছে।

নিয়ম অনুযায়ী জ্বালানির দাম বাড়াতে হলে এনার্জি রেগুলেটরি কমিশনে বিতরণ কোম্পানির পক্ষ থেকে আবেদন করতে হয়। এরপর ভোক্তা অধিকার সংগঠনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিদেরকে নিয়ে গণশুনানি হয়। এর ভিত্তিতেই নেয়া হয় সিদ্ধান্ত।

গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তও এসেছে গণশুনানিতে। ভোক্তা অধিকার বিষয়ক বিভিন্ন সংগঠন এই শুনানিতে দাম বাড়ানোর বিরোধিতা করেছে। তাদের দাবি, বিতরণ কোম্পানিগুলো সব লাভে আছে। তাই এই মুহূর্তে দাম বাড়ানোর যুক্তি নেই।

তবে জ্বালানি প্রতিমন্ত্রী মনে করেন গ্যাসের দাম বৃদ্ধির যে ঘোষণা পুরোপুরে যৌক্তিক। কারণ, বাংলাদেশে গ্যাস সংকটের কারণে বিদেশ থেকে এলএনজি আমদানি করে চলতে হবে। আর তার দাম পড়বে বেশি। এ কারণেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গতকাল বৃহস্পতিবার বিভিন্ন খাতে গ্যাসের দাম মার্চ ও জুনে দুই ধাপে গড়ে ২২ দশমিক ৭ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়। কিন্তু তাতে আবাসিক গ্রাহকদের রান্নায় ব‌্যবহৃত গ‌্যাস ও বাণিজ‌্যক সংযোগে দাম বেড়েছে ৫০ শতাংশ। এ নিয়ে প্রশ্ন তুলে ভোক্তা অধিকার সংরক্ষণ সমিতির (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেছেন, বিইআরসির গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার কথাও ভাবছেন তারা।

গ্যাসের দাম বাড়ানোর কারণে উৎপাদন খরচ বেড়ে রপ্তানি খাতও চ্যালেঞ্জে পড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গ‌্যাসের দাম বাড়ানোর পক্ষে যুক্তি দিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে ৩০-৩৫ লাখ গ্রাহক পাইপ লাইনে গ্যাস পায়, বাকি কোটি কোটি লোকের কথাও আমাদের চিন্তা করতে হবে। আমাদের দায়িত্ব হল সারা বাংলাদেশে আবাসিক খাতে নিরবিচ্ছিন্নভাবে সাশ্রয়ী মূল্যে জ্বালানি দেওয়া, আমরা সেদিকেই যাচ্ছি।

সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, আমরা ধীরে ধীরে পাইপলাইনে গ্যাস ব্যবহার থেকে সরে আসতে চাই, এলপিজির ব্যবহার বাড়াতে চাই এবং এলপিজির দাম সহনীয় রাখতে চাই।

Comments

comments