Download Free BIGtheme.net
Home / জেলার খবর / কাদের খানের বাড়ি থেকে লিটন হত্যায় ব্যবহৃত পিস্তল উদ্ধার

কাদের খানের বাড়ি থেকে লিটন হত্যায় ব্যবহৃত পিস্তল উদ্ধার

জেলা প্রতিনিধি:  গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় এমপি মনজুরুল ইসলাম লিটনকে হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খানের গ্রামের বাড়ি থেকে একটি পিস্তুল, ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত একটার দিকে সুন্দরগঞ্জের ছাপারহাটি গ্রামের সাবেক সাংসদ আবদুল কাদের খানের গ্রামের বাড়ির আঙিনার মাটি খুঁড়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান জানান, কর্নেল আবদুল কাদের খাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির উঠানের গর্তে রাখা একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পিস্তলটি এমপি লিটন হত্যাকাণ্ডে ব্যবহার করেছিল হত্যাকাণ্ডে অংশ নেওয়া কিলাররা।

তিনি আরো বলেন, অস্ত্র উদ্ধারে বুধবার দুপুর থেকে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আহম্মেদ বশিরের নেতৃত্বে জেলা পুলিশ সুপার মো. আশরাফুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার একটি দল ও ফায়ার সার্ভিসের ইউনিট পুরো বাড়ি ঘিরে রেখে তল্লাশি চালায়। এছাড়া বাড়ির সামনের তিনটি পুকুরের পানি মেশিন দিয়ে সেচ দিয়ে তল্লাশি করেন। কিন্তু রাত পৌনে ৯টা পর্যন্ত সেখানে কোন অস্ত্র উদ্ধার না হওয়ায় প্রথম দিনের মতো অভিযান সমাপ্ত করা হয়।

বুধবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক সাংবাদিকদের বলেন, সাংসদ মনজুরুল হত্যার পরিকল্পনাকারী আবদুল কাদের খান। তার ইচ্ছা ছিল, মনজুরুলকে সরিয়ে পথ পরিষ্কার করে পরবর্তী সময়ে সাংসদ হবেন।

মঙ্গলবার বগুড়া শহরের রহমান নগরের বাড়ি থেকে কাদের খানকে গ্রেপ্তারের পর বুধবার গাইবান্ধার আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। কাদের খান ওই আসনের সাবেক সাংসদ। এ মামলায় এখন পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Comments

comments