Download Free BIGtheme.net
Home / রাজধানী / দুই দিনব্যাপী নজরুল উৎসব শুরু আগামীকাল

দুই দিনব্যাপী নজরুল উৎসব শুরু আগামীকাল

অনলাইন ডেস্ক: ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি স্মরণে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে নজরুল একাডেমী। রাজধানীর মগবাজারে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার প্রতিদিন সন্ধ্যা ৬টায় নজরুল একাডেমী নিজস্ব মিলনায়তনে উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানের শুরুতে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় শাস্ত্রীয় সঙ্গীতের বিশেষ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ইয়াকুব আলী খান, করিম শাহাবুদ্দিন, আমিন আখতার সাদমানী, সালামত হোসেন চৌধুরী, ইউসুফ আহমেদ খান, তানজিনা করিম স্বরলিপি ও মাজহারুল ইসলাম তালাশ ও নজরুল একাডেমীর শিক্ষার্থী শিল্পী মাহমুদা আঞ্জুম বৃষ্টি।

শনিবার ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় ভাষার গান, বসন্ত বরণ ও নজরুল উৎসবের মাসিক ফেব্রুয়ারির অনন্তকালব্যাপী নিয়মিত অনুষ্ঠানে নজরুল একাডেমীর শিক্ষক, ছাত্রছাত্রী, উন্মুক্ত নজরুল মঞ্চের শিল্পী ও অতিথি শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন।

Comments

comments