স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইসএসপিএন ক্রিকইনফোর বর্সসেরা অভিষিক্ত ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তরুণ ক্রিকেটার মেহেদেী হাসান মিরাজ। পরপর দুই বছর বাংলাদেশের দুই ক্রিকেটার এই পুরস্কার জিতে নিলেন।
২০১৫ সালের বর্ষসেরা অভিষিক্ত খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। আর ২০১৬ সালের বর্ষেসেরা অভিষিক্ত খেলোয়াড় নির্বাচিত হলেন মেহেদী হাসান মিরাজ।
শুক্রবার রাতে এ ঘোষণা দেয়া হয়। এনিয়ে টানা দুইবার বাংলাদেশী ক্রিকেটাররা এ পুরস্কার জিতে নিয়েছে।
এর আগে ২০১৫ সালের ইএসপিএন-ক্রিকইনফো বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন ‘কাটার মাস্টার’ খ্যাত বিস্ময় বোলার মোস্তাফিজুর রহমান।
১৯ বছর বয়সী মিরাজের অভিষেক হয় ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে। অভিষেক টেস্টেই বল হাতে জাদু দেখান এই অলরাউন্ডার। ইংলিশ ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিয়ে ক্যারিয়ারের প্রথম টেস্টে মিরাজ তুলে নেন ৭ উইকেট।
পরের টেস্টে মিরাজকে পাওয়া যায় আরও বিধ্বংসী রূপে। ওই ম্যাচে তার শিকার ছিল ১২ উইকেট। তার এই পারফরম্যান্সকে ‘সবার চেয়ে সেরা’ হিসেবে মূল্যায়ন করেছেন ‘ক্রিকইনফো’-এর বিচারকরা।
Comments
comments