Download Free BIGtheme.net
Home / জেলার খবর / রবিবার থেকে খুলনা বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

রবিবার থেকে খুলনা বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

জেলা প্রতিনিধি : খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটি। রবিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্যে খুলনা বিভাগের ১০ জেলায় এই ধর্মঘট পালিত হবে।

শনিবার দুপুর ১টার দিকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংগঠনের নেতারা বলেন, বাসচালক জামির হোসেনকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। তার জামিন না হলে রবিবার থেকে খুলনা বিভাগে অনিদির্ষ্টকালের ধর্মঘট চলবে। এ ব্যাপারে খুলনা বিভাগের ১০ জেলার বাস, ট্রাক, মিনিবাসসহ সব ধরনের পরিবহন সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রামে ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের দৃশ্যায়নের স্থান দেখে মাইক্রোবাসে করে ফেরার পথে বাসের সঙ্গে দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। আহত হন আরও তিনজন।

ওই ঘটনায় গত বুধবার চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এই রায়ের প্রতিবাদে গত চারদিন ধরে চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়ন।

Comments

comments