Download Free BIGtheme.net
Home / জাতীয় / ‘আনসার আল ইসলাম’ কে নিষিদ্ধ ঘোষণা

‘আনসার আল ইসলাম’ কে নিষিদ্ধ ঘোষণা

অনলাইন ডেস্কঃ ‘আনসার আল ইসলাম’-কে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক অধিশাখা-২ এর উপ-সচিব মো. নায়েব আলী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ‘সরকারের কাছে এ মর্মে প্রতীয়মান হয় যে, আনসার আল ইসলাম নামক জঙ্গি দল বা সংগঠনটির ঘোষিত কার্যক্রম দেশের শান্তি শৃঙ্খলা পরিপন্থী। ইতোমধ্যে দল বা সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো।’

২০১৩ সালে দেশের কয়েকজন ব্লগার ও মুক্তমনা লেখককে টার্গেট করে হত্যা করার পর এবিটি ২০১৪ সালের সেপ্টেম্বরে নতুন নাম ‘আনসার আল ইসলাম’ ধারণ করে সাংগঠনিক কার্যক্রম শুরু করে।

২০০১৫ সালে বিজ্ঞানমনস্ক লেখক ড. অভিজিৎ রায়, প্রকাশক ফয়সল আরেফিন দীপন, ব্লগার নীলাদ্রি চ্যাটার্জি নিলয়, চলতি বছর জবি ছাত্র ব্লগার নাজিমুদ্দিন সামাদ, রাজধানীর কলাবাগানে মার্কিন দূতাবাসের কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যাকাণ্ডে আনসার আল ইসলামের নাম উঠে এসেছে। সংগঠনটির পক্ষ থেকেও এসব হত্যাকাণ্ডের দায় স্বীকার করা হয়েছে।

রাষ্ট্রবিরোধী কার্যক্রম ও জঙ্গিসংশ্লিষ্টতার দায়ে দেশে এ পর্যন্ত ছয়টি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে।

Comments

comments