Download Free BIGtheme.net
Home / রাজধানী / রাজনীতিতে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে প্রধান বাধা ৩ ‘এম’

রাজনীতিতে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে প্রধান বাধা ৩ ‘এম’

অনলাইন ডেস্ক: রাজনীতিতে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে তিনটি বিষয়কে ‘প্রধান বাধা’ হিসেবে মনে করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

তিনি বলেন, রাজনীতিতে নারীর ক্ষমতায়নে বাধা তিন এম হচ্ছে ‘মেন, মাসল অ্যান্ড মানি’।রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।তারানা হালিম বলেন, পুরুষ প্রতিদ্বন্দ্বীরা অনেক ক্ষেত্রেই নারীদের বিরুদ্ধে জয়ী হতে ‘টাকা ও বাহিনীকে’ কাজে লাগান।

প্রতিদ্বন্দ্বীরা জয়ীও হন, কারণ কিছু ক্ষেত্রে তারা অর্থব্যয় করতে পারেন, তাদের বাহিনী থাকে যারা তাদের বিভিন্নভাবে প্রমোট করে এবং সেই সঙ্গে এলাকায় একটি আধিপত্যও সৃষ্টি করে।রাজনৈতিক দলগুলো নতুন নারী প্রার্থীদের মনোনয়ন দেওয়ার ঝুঁকি নিতে চায় না বলেও মন্তব্য করেন সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্য।পুরুষশাসিত সমাজ ব্যবস্থায় ‘মানসিকতা পরিবর্তন’ই মূল চ্যালেঞ্জ বলে মনে করেন টেলিকম প্রতিমন্ত্রী।

Comments

comments