Download Free BIGtheme.net
Home / জাতীয় / ‘কুমিল্লা সিটি নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই’

‘কুমিল্লা সিটি নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই’

অনলাইন ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই তবে তাদের প্রস্তুত থাকার জন্য বলেছি।

সোমবার চট্টগ্রাম সার্কিট হাউজে স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করে ) কে এম নুরুল হুদা এ কথা বলেন।

সিইসি বলেন, স্মার্টকার্ড শুধু নির্বাচন কমিশনের সম্পত্তি নয় জাতীয় সম্পত্তি। এসময় তিনি সবাইকে নির্ভুল তথ্য দিয়ে কমিশনকে সহযোগিতার আহ্বান জানান।

নির্বাচনী তফসিল অনুযায়ী কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন আগামী ৩০ মার্চ। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ১৪ মার্চ। নির্বাচনে বিএনপির মনিরুল হক সাক্কু ও আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা মেয়র প্রার্থী।

কুমিল্লা সিটি করপোরেশনে ২০১৬ সালের ২০ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা ছিল। কিন্তু সীমানা জটিলতার কারণে উচ্চ আদালতের আদেশে ওই সময় ভোট নেওয়া যায়নি। পরে এই জটিলতার অবসান হলেও বিদায়ী ইসি সময় স্বল্পতায় তফসিল ঘোষণা করেনি। পরে ২০ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন।

Comments

comments