অনলাইন ডেস্ক: ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন আজ ঢাকায় শুরু হয়েছে । শনিবার সকাল ৮টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন শুরু হয়। আর সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করবেন।
জানা গেছে, ফোরাম অফ ওম্যান পার্লামেন্টারিয়ানদের মিটিংয়ে সভাপতিত্ব করছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি। যেখানে ২০১২ সালে গৃহীত জেন্ডার সেনসিটিভ পার্লামেন্টের অ্যাকশন প্ল্যানের ফলোআপ, টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনের জন্য নারী ক্ষতায়ন এবং রাজনীতিতে নারীর অংশগ্রহণ বিষয়ে আলোচনা করা হবে।
এছাড়াও ২০৩০ সালের মধ্যে লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন টেকসই উন্নয়নে কীভাবে সহায়তা করবে, নারীর অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ, বাল্য বিয়ে বন্ধের ব্যবস্থা ও এ বিষয়ে সংসদের ভূমিকা নিয়ে আলোচনা করবেন বক্তারা।
জানা গেছে, বর্তমানে বিশ্বব্যাপী সংসদে ২৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব আছে। গত বছর যা ছিল ২২ শতাংশ। সংসদে নারীদের অংশগ্রহণ এভাবে বাড়তে থাকলে নারী-পুরুষ সমতা অর্জন করতে আরও ৫০ বছর প্রয়োজন।
মিটিংয়ে রাজনীতিতে নারীর অংশগ্রহণ, সংসদ ও সরকারে নারীর অংশগ্রহণ, রাজনীতিতে নারীর অংশগ্রহণে চ্যালেঞ্জ এবং নির্বাচনে কীভাবে আরও বেশি সংখ্যক নারী অংশগ্রহণ করতে পারে সে বিষয়ে তথ্য বিনিময় করবেন বক্তারা।
এছাড়া ছয়টি জিওপলিটিক্যাল গ্রুপের চেয়ারপার্সন এবং একাধিক স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্টদের মধ্যে একটি বৈঠক, মানবাধিকার কমিটির একটি বৈঠক, মধ্যপ্রাচ্য নিয়ে একটি বৈঠক, এবং এইডস, মাতৃত্ব সেবা, নবজাত শিশু এবং শিশু স্বাস্থ্য নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
জানা গেছে, পাচঁদিনব্যপী এ অনুষ্ঠান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আন্তর্জাতিক অনুষ্ঠান যা দেশের ভাবমূর্তিকে একটি অন্য উচ্চতায় নিয়ে যাবে। এবারের অনুষ্ঠানে ১৬৪টি প্রতিনিধিদল অংশগ্রহণ করছে। এর মধ্যে ১৩২ সংসদীয় প্রতিনিধিদল। বাকিরা পর্যবেক্ষক ও সহযোগী প্রতিষ্ঠান। এবারে ৪৫ জন স্পিকার এবং ৩৭ জন ডেপুটি স্পিকার অংশ নেবেন। আইপিইউ’র ১৩৮ বছরের ইতিহাসে এবারের অনুষ্ঠানটি হবে গ্রিন কনফারেন্স এবং এবারের অনুষ্ঠানে আইপিইউ ওয়েব টিভি উদ্বোধন করা হবে।
Comments
comments