Download Free BIGtheme.net
Home / তথ্যপ্রযুক্তি / আর ভাঙবে না মোবাইলের ডিসপ্লে

আর ভাঙবে না মোবাইলের ডিসপ্লে

তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন ব্যবহারকারীরা সবসময়ই তটস্থ থাকেন কখন না ফোনটা হাত থেকে পড়ে যায়। পড়লেই ডিসপ্লে শেষ! এবার হয়ত তাদের আর স্মার্টফোনের ডিসপ্লে নিয়ে ভাবতে হবে না।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক ধরনের শক্ত কাঁচ উদ্ভাবন করেছেন জাপানী বিজ্ঞানীরা। যা সহজে ভাঙবে না। এ্যালুমিনা (এ্যালুমিনিয়াম অক্সাইড) দিয়ে তৈরি ওই আল্ট্রা-হার্ড কাঁচ বর্তমানে ব্যবহৃত কাঁচের চেয়ে অনেক বেশি শক্ত।

বিজ্ঞানীরা বলেছেন, এই কাঁচের স্থায়িত্ব অন্যান্য কাঁচের তুলনায় অনেক বেশি। এটা ভবনের জানালা, গাড়ি ও স্মার্টফোনের ডিসপ্লেতে ব্যবহার করা যাবে।

টোকিও বিশ্ববিদ্যালয় ও জাপানস সিনক্রোট্রন র‌্যাডিয়েশন রিসার্চ ইনস্টিটিউটের একটি দল গবেষণা করে এই কাঁচ উদ্ভাবন করেছে। এ সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন সায়েন্টিফিক রিপোর্ট জার্নালে প্রকাশ করা হয়েছে।

অক্সাইড গ্লাস ক্যাটাগরিভুক্ত ওই কাঁচের মূল উপাদান সিলিকন ডাইঅক্সাইড। তবে এটিকে শক্তিশালী হিসেবে গড়ে তোলার মূল কাজটি করবে এ্যালুমিনা। শিগগিরই বাণিজ্যিকভাবে এই রংহীন কাঁচের বিপণন শুরু হবে।

Comments

comments