বিনোদন ডেস্ক: এই বৈশাখে নাট্য নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ হাজির মিউজিক ভিডিও আসছে। নতুন এক মেহজাবিনকে তার মিউজিক ভিডিতে দেখা যাবে। গ্রামীণ আবহে লাস্যময়ী, মোহনীয়, প্রেম জাগানিয়া যুবতী লাক্স তারকা মেহজাবিন চৌধুরীকেই দেখবেন দর্শক এবং ভিডিওতে তার সহশিল্পী হিসেবে থাকছেন ইরফান সাজ্জাদ।
নির্মাতা বান্নাহ জানান, পুরোটাই গল্পনির্ভর গানটি। মিউজিক ভিডিও নির্দেশনা দিলাম আমি প্রথমবার। কাজটি করতে গিয়ে যত্নের কোনো কমতি ছিল না এমনকি পুরো ইউনিট গুছিয়ে কাজ করেছে এবং আগামীতে আরও চমক আসছে।
মেহজাবিন বলেন,আমি প্রথমবার হাবিব ভাইয়ের গানে ‘কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি’ গানের মডেল হয়েছিলাম এবং অনেকগুলো বছর পর আবার বান্নাহ ভাইয়ের নির্মাণে নতুন মিউজিক ভিডিওতে কাজ করলাম। দর্শকরা এককথায় আসাধারণ একটি কাজ পেতে যাচ্ছেন।
ইরফান সাজ্জাদ বলেন, ‘এটি আমার দ্বিতীয় মিউজিক ভিডিও। এই মিউজিক ভিডিওটিতে পাওয়া যাবে গ্রাম্য গল্প।
‘কথা দাও তুমি’ শিরোনামের একটি গানে নির্মাতা বান্না এই মিউজিক ভিডিওটি নির্মাণ করবেন। গানের কথা লিখেছেন সাংবাদিক জনি হক এবং দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কণা। সিএমভির ব্যানারে মিউজিক ভিডিওটি আমাগী বৈশাখে প্রকাশ হবে বলে জানা গেছে।
Comments
comments