Download Free BIGtheme.net
Home / ব্রেকিং নিউজ / ফাঁস হওয়া প্রশ্ন সমাধানের সময় আটক ২

ফাঁস হওয়া প্রশ্ন সমাধানের সময় আটক ২

শিক্ষা ডেস্ক:  চলমান উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফাঁস হওয়া প্রশ্ন সমাধানের সময় লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্র সংলগ্ন কুটুমবাড়ি রেস্তোরাঁ থেকে এক শিক্ষকসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা চলাকালে লালমাটিয়া মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রসংলগ্ন কুটুমবাড়ি রেস্তোরাঁ থেকে ঢাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্ভিদবিজ্ঞানের শিক্ষক সিফাত জেসমিন নূর এবং রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী মেহেদী হাসানকে আটক করে পুলিশ। আটককৃতদের মোহাম্মদপুর থানায় নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শুরু হওয়ার আগে থেকে লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রের সামনে ও কুটুমবাড়ি নামের একটি রেস্তোরাঁয় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল বেশ কিছু শিক্ষার্থী। সেখানে সাদাপোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিলেন। পরীক্ষা শুরুর পর মোবাইল ফোনের ফেসবুকে প্রশ্নের উত্তর সমাধান করার সময় ধরা পড়েন সিফাত জেসমিন নূর ও মেহেদী হাসান নামের দুজন। তারা দুজন পৃথক দুটি গ্রুপে ছিলেন। তাঁরা ফেসবুকে ফাঁস হওয়া প্রশ্ন মোবাইল ফোনে সমাধান করছিলেন।

উচ্চমাধ্যমিক পরীক্ষায় কর্তব্যরত ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জেল হোসেন আটককৃতদের জেরা করেন। সে সময় মেহেদী হাসানের মোবাইল থেকে ‘আর কে রাহাত’ নামের এক আইডি পাওয়া যায়। পরে ফেসবুকে পোস্টের বিষয়টি বের হয়ে আসে।

Comments

comments